শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জুন ২০২৪ ১৭ : ৪২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: মুম্বইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সেই ফ্ল্যাটেই এখন থাকছেন অভিনেত্রী আদা শর্মা। গত বছরই গুঞ্জন উঠেছিল 'দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা মুম্বইয়ের ওই ফ্ল্যাটটি কিনেছেন। এবার জল্পনা সত্যি করে পাকাপাকিভাবে ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অভিনেত্রী। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুশান্তের মৃত্যুর পর ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। তিন বছর তালা বন্ধ হয়ে পড়েছিল ফ্ল্যাটটি। অবশেষে আগামী পাঁচ বছরের জন্য আদা শর্মা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন।
এই বিষয়ে অভিনেত্রী মুম্বই সংবাদ মাধ্যমকে জানান, "আমি প্রায় চার মাস আগে বান্দ্রায় এসেছি। নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর মথুরায় বেড়াতেও গিয়েছিলাম সব মিলিয়ে ফ্ল্যাটে আসা হয়নি। এবার পাকাপাকিভাবে থাকব। এই ফ্ল্যাটে প্রথম যেদিন এসেছিলাম একটি ইতিবাচক আবহ পেয়েছিলাম। আমার কেরালার বাড়ির চারপাশে গাছে ঘেরা। এই জায়গাটাও তেমনভাবেই সাজাব ঠিক করেছি।"
সূত্রের খবর, পুরো ফ্ল্যাটটি সাদা রঙ করিয়েছেন অভিনেত্রী। নীচের তলায় মন্দির স্থাপন করেছেন। উপরের দু'টি ঘরের একটি'তে গানের ঘর এবং অন্যটি নাচের ঘর হিসেবে তৈরি করেছেন তিনি। আগের বাড়ি থেকে সমস্ত গাছ এনে ছাদে বাগান তৈরি করেছেন আদা। বারান্দায়-ও প্রচুর গাছ বসিয়েছেন অভিনেত্রী।